কোস্ট ফাউন্ডেশন কতৃক চলমান প্রকল্পের চাষি জনাব নুরুল আমিনের গল্প।

প্রমোশন অব স্মল স্কেল অ্যাকুয়াকালচার এন্ড হাই ভ্যালু এসআইএস ফিস ইন বরিশাল।

 নিউজ লেটার

ইউ এস আইডির আর্থিক সহায়তা ওয়াল্ড ফিস এর কারিগরী সহয়োগিতায় কোস্ট ফাউন্ডেশন কতৃক চলমান প্রকল্পের চাষি জনাব মোঃ নুরুল আমিনের মাছ চাষ ও সবজির বাগান ও আমাদের সহযোগিতায় তার পরিবর্তন।

জনাব মোঃ নুরুল আমিন, সাং পূর্ব চৈতা, ইউনিয়ন :- ১নং মাধবখালী, উপজেলা :- মির্জাগঞ্জ, জেলা :- পটুয়াখালী। তিনি একজন ব্যবসায়ী, চৈতা বাজারে তিনি একটি লাইব্রি পরিচালনা করেন, তার সংসারে ২টি সন্তান এবং তার মা বাবা সহ মোট ৬ জনের পরিবার।

তিনি লাইব্রি পরিচালনার পাশাপাশি একজন মৎস্য চাষি ও উদ্যোক্তা।কোস্ট ফাউন্ডেশন কতৃক চলমান প্রকল্পে প্রশিক্ষন গ্রহণের পর উক্ত চাষি জনাব নুরুল আমিন বলেন প্রশিক্ষন গ্রহণের ফলে সে অনেক উপকৃত হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছে।

ছবি সংযুক্ত 

প্রশিক্ষণের পর জনাব নুরুল আমিন এর কিছু বিষয়ে পরিবর্তন লক্ষণীয়

পূর্বের তুলনায় বর্তমানে তিনি অধিক পোণা মজুদ করেন।

পুকুরের চার পাশে পরিষ্কার রাখতে চেষ্টা করেন।

পুকুর পাড়ে সবজির আবাদ বৃদ্ধি করবেন বলে জানান।

পুষ্টি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,প্রশিক্ষণের পর থেকে তিনি চেষ্টা করেন খাবারে লবণ ব্যবহারের ক্ষত্রে রান্নার শেষে ব্যবহারে উৎসাহিত করেন, এবং মলা মাছের মাথা খাওয়ার উপকারীতা সম্পর্কে পরিবারকে জানান। আমরা আশা করি জনাব নুরুল আমিন ভাইয়ের আরো অনেক পরিবর্ত করতে পারব এবং আমাদের প্রকল্পের মাধ্যমে তার জীবনে মাছ চাষ এবং পুষ্ট বিষয়ে অমূল পরিবতর্ন আনতে পারব।

 

      সামশির রহমান মিশকাত

     উপজেলা অ্যাকুয়াকালচার অফিসারর

     কোষ্ট ফাউন্ডেশন।

Post a Comment

0 Comments