কোনাখালী ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ'র নতুন কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

কোনাখালী ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ'র নতুন কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক :- এজে নেজাম উদ্দিন।

Add caption
 

কোনাখালী ইউনিয়ন ব্যাপী একমাত্র সংগঠন কোনাখালী ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ'র নবগঠিত কমিটির প্রথম আলোচনা ও ভবিষ্যত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ১০ টায় কোনাখালী হেদায়েতুল উলুম দাখিল মাদ্রাসার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরমান হোছাইনের সঞ্চালনায় পবিত্র কুরআন পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।এরপর স্বাগত বক্তব্য রাখেন  নব গঠিত কমিটির সভাপতি জনাব জাহেদুল ইসলাম। এরপর বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা জনাব মনছুর আলম এবং সাইদুল ইসলাম রিয়াদ, সহসভাপতি ইসমাইল হোছাইন, আজিজ নুর,তৌহিদুল ইসলাম ছোটন,সিরাজুস শাহীন তানবীর প্রমুখ।

সভায় সংগঠনের বিভিন্ন পরিকল্পনা,ছাত্র কল্যাণ,  এলাকার উন্নয়ন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপদেষ্টামন্ডলীরা।এছাড়া সর্বশেষে নবনির্বাচিত কার্যকরী সদস্যদের সৌজন্যে সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল।

Post a Comment

0 Comments