করোনাভাইরাস নিয়ে আজব লিখা! কী আজব বাংলাদেশ।

'কেউ জানে না' অবস্থার মধ্যে আছি আমরা। 🙄


পরিবহন চলাচল বন্ধ হয়— সেটা বিজিএমইএ জানে না।


বিজিএমইএর নির্দেশে গার্মেন্ট ফ্যাক্টরি খোলে— সরকারি কর্তৃপক্ষ জানে না।

পরিবহন চলাচল কেন বন্ধ, গার্মেন্ট ফ্যাক্টরি কেন খোলা— সেটা আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানে না।

করোনা মোকাবেলা সমন্বয় কমিটির সভাপতি হয়েও স্বাস্থ্যমন্ত্রী কেন এসব জানেন না— সেটা আবার জনগণ জানে না।

মসজিদে নামাজের জামাতে ১২ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশ দিয়ে জিলাপির দোকান কেন খোলা হয় — সেটা কেউ জানে না।

সংসদ টেলিভিশনে প্রচারিত তৃতীয় শ্রেণীর গণিতের যোগফল শিক্ষক জানে না।

ঢাকার ছেলে হয়েও Extraction-এর অভিনেতারা দেশীয় উচ্চারণে বাংলা বলাটা জানে না।

ইরফান খান যে তার আগে চলচ্চিত্রে অভিনয় করেছেন— সেটা আবার ওমর সানি জানে না।

করোনা মহামারীর মধ্যে যে ডেঙ্গু মশার ভয়ঙ্কর উপদ্রব বেড়েছে— ঢাকার দুই মেয়র সেটা জানে না‌।

ওদিকে, ঢাকার দুই মেয়র কোথায় লুকিয়ে আছেন—সেটা আবার নগরবাসী জানে না।

বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন— বিএনপি-কর্মীরা জানে না।

ধান কাঁচা না পাকা অবস্থায় কাটতে হয়— ফটোসেশনের লোভে ফুরুৎ করে জমিতে নেমে পড়া নেতারা সেটা জানে না।

গাজীপুরের মেয়র মসজিদে নামাজ পড়া উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন— সেটা আবার ধর্মমন্ত্রণালয় জানে না!

পরবর্তীতে আবার তিনি সে ঘোষণা ফিরিয়ে নিয়েছেন—সেটা অনেক মুসল্লি জানে না।

এই দুঃসময় কবে শেষ হবে— সেটা কেউ জানে না।

এটা কে লিখেছে, আমিও জানি না।
নিচের লিংক থেকে দেখুন কে?!
কপি পোষ্ট

Post a Comment

0 Comments