থেকেই বড় হয়েছি কঠিন শাসন ও আদরের
মাঝে। নষ্ট হয়ে যাব এই ভয়ে আমার মা
আমাকে ঘরে আটকে রাখতেন। কঅবাক, ভালবাসা
আমি বড় সাধাসিধা একটা ছেলে। ছোট বেলা
থেকেই বড় হয়েছি কঠিন শাসন ও আদরের
মাঝে। নষ্ট হয়ে যাব এই ভয়ে আমার মা
আমাকে ঘরে আটকে রাখতেন। কখনো বাইরে
বের হতে দিতেন না। যদি কখনো বের হই তো
সেটা আমাদের পরিবারের কারো সাথে।
এখানে একটা কথা আগেভাগে বলে নিই, আমি
আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বড় ছেলে।
বোধ হয় সেজন্যই সবাই সবচেয়ে আদর করে।
তা যাই হোক যা বলছিলাম, আমি সবসময়
নিউট্রাল। মানে বুঝলেনতো? কারো আগেও
নেই, কারো পিছেও নেই। তবে কেউ
বিনা কারনে খারাপ ব্যবহার করলে তার
প্রতিশোধ অবশ্য এক সময় নিয়ে নিই।
এমনভাবে নিই যে সে নিজেও
বুঝতে পারে না আমি প্রতিশোধ নিয়েছি।
তবে মানুষটা খুব পছন্দের হলে বেশিরভাগ
ক্ষেত্রেই মাফ করে দিই। যেমন প্রায়ই মাফ
0 Comments