Bd love story



ভালো থেকো..
তোমার ওমন হাসি মুখ বলছে এবারের বসন্ত বেশ উপভোগ করছো।

তাই আজ কোন বিষন্নতা নয়। শুধু শুভ কামনা তোমার জন্য, সবার জন্য! ভালো থেকো। হুমায়ুন আজাদ এর বেশ কিছু কবিতাই আমার প্রিয়। শুভেচ্ছা নামের নামের কবিতাটি প্রিয় কবিতাদের মধ্যে সবচেয়ে প্রিয়। এটা তুলে রাখলাম এখানে-


শুভেচ্ছা 

হুমায়ুন আজাদ


ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা
ভালো থেকো পাখি, সবুজ পাতারা
ভালো থেকো চর, ছোটো কুঁড়েঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির
ভালো থেকো জল, নদীটির তীর
ভালো থেকো গাছ,পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি
ভালো থেকো আম, ছায়াঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক, আড়িয়ল বিল
ভালো থেকো নাও, মধুমাখা গাঁও, ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।

(হুমায়ুন আজাদের আমার প্রিয় আরো কিছু কবিতা তুলে রাখলাম এখানে। আশা করছি আরো কিছু কবিতা যোগ হবে এখানে, খুব শিগগিরই

Post a Comment

0 Comments