মোরশেদ মামা তোমার ফিরে আসার পথ চেয়ে নানুর অশ্রু সিক্ত নয়নে অধীর অপেক্ষা

মোরশেদ মামা দয়া করে ফিরে আস।

আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে তোমার আসার পথ চেয়ে আছি।
আমার নানু তোমার ফিরে আসার পথ চেয়ে অাছে।দয়াকরে ফিরে আস,তোমার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে।
এবং অনেক কষ্ঠ নিয়ে তোমাকে জানাই যে বর্তমানে নানু অনেক অসুস্থ, নানু তোমাকে এক পলক দেখার জন্য উনার ব্যাকুলতার কোন শেষ নাই।আমাদের জন্য না হলে ও তোমার মা এর জন্য তুমি একবার হলে ও বাসায় ফিরে আস।
এবং আমার মেজ মামা শহিদুল আলম বুলবুল এখন আইন এর সহায়তা নিতে বাধ্য হয়েছেন।
আমরা সবাই চাই তুমি আমাদের সবার মাঝে ফিরে আস।মা এর জন্য সামান্য পরিমাপ ত্যাগ শিকার করে আমাদের সবার মাঝে ফিরে আস। পৃর্থীবির সবার উর্দে হলো মা,তার জন্য য়দি  সামান্য পরিমাণ ত্যাগ শিকার না কর তাহলে কার জন্য ত্যাগ করবা?

Post a Comment

0 Comments