ক্ষনস্থায়ী এ জীবনের অনভূতি কত বিচিত্র। কত তুচ্ছ কারনে চোখ ঝাপসা হয়ে যায়, আবার ওলট-পালট করা ঝরেও কী শান্ত, কী স্থির মানুষের হৃদয়। ভালোবাসার গল্পগুলোতেও তাই ছড়িয়ে থাকে রহস্যময়তা, বৈচিত্রতা। সে সব গল্প ঢেউ তোলে প্রেমিক হৃদয়ে, মনে পড়ে যায় ফেলে আসা দিন, অন্তবিহীন...
তুলে আনুন জীবনের পরতে পরতে জমে থাকা সেই সব খন্ড খন্ড নষ্টালজিক স্মৃতি, ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে...
আসুন আমাদের ভালবাসাটাকে আরেকটু ছড়িয়ে দিই। আমরা এখন থেকে গল্পগুলোকে শুধুমাত্র প্রেমকেন্দ্রিক না রেখে চেষ্টা করবো, সেটা যাতে ভালবাসা কেন্দ্রিক হয়। গল্পে গল্পে আমাদের ভালবাসাটুকু ছড়িয়ে পড়ুক প্রিয় মানুষটার জন্য,বাবা-মার জন্য, বন্ধুদের জন্য, দেশের জন্য আর আমার ভালোবাসা নাম প্রকাশ না করা সেই তোমার জন্য।
আসুন আমাদের ভালবাসাটাকে আরেকটু ছড়িয়ে দিই। আমরা এখন থেকে গল্পগুলোকে শুধুমাত্র প্রেমকেন্দ্রিক না রেখে চেষ্টা করবো, সেটা যাতে ভালবাসা কেন্দ্রিক হয়। গল্পে গল্পে আমাদের ভালবাসাটুকু ছড়িয়ে পড়ুক প্রিয় মানুষটার জন্য,বাবা-মার জন্য, বন্ধুদের জন্য, দেশের জন্য আর আমার ভালোবাসা নাম প্রকাশ না করা সেই তোমার জন্য।
একটু সময় হয়তো লাগবে, তারপরও আপনারা সব সময় পাশে ছিলেন বলেইতো এতো দূর। পাশে থাকুন,শুনতে থাকুন আমাদের ভালোবাসার গল্প শুভকামনা রইলো
ছোট্ট একটা ঘর আমার ছোট্ট একটা মন। সেই ঘরেতে বাস করে আমার প্রিয় জন.. ছোট্ট দুটি আখি তার ছোট ছোট পা তাই দেখে উরে গেল আমার পরান টা
অাপনাদের সাথে পরিচয় করিয়ে দিয আমার ভালোবাসার মানুষকে।.............. ওরা ৪ বোন, কোন ভাই নাই।
আসুন এইবার মূল গল্পে, আমরা ২ জন ২ জন কে আনেক আগে থেকে জানতাম,কারণ আমাদের বাড়ি কাছা কাছি তাই। প্রায় সময় আমাদের দেখা হত- কথা হত,এক সাথে চলতাম,আরো কত কী।
আমার এক দিন মনে হল,আমি ওর প্রতি কেমন যানি হয়ে যাচ্ছি!!! কিন্তু কেন? আমার ভিতর কেন জানি ওকে ছাড়া শূন্য মনে হতে লাগল! আমি বুঝতে ছিলাম না কেন আমার এমন হচ্ছে? মনের ভিতর হাজারো প্রশ্ন জাগতে সুরু করল আমার,কিন্তুু কোন প্রশ্নের উত্তর ছিল না আমার কাছে। সারাটা দিন ভাবনার পরে উত্তর মিলত না কিছুই।যার ফলে আমি অনেক টা হতশা গ্রস্ত হয়ে পড়ছিলাম,
এর মাঝে সামনে চলে আসল আমার পরীক্ষা, আমি তখন স্যারের কাছে পড়তে যাই,কিন্তুু নিয়মিত যেতাম না।
আহ!!! আপনারা আমার গল্প শুনতেছেন কিন্তুু আমি কে?
আমার পরিচয় টাই তো বলা হলো না,
আমি শামসির রহমান মিশকাত।আমরা ১ ভাই ১ বোন আর বাবা - মা কে নিয়ে আমাদের সুখের সংসার, আমি সংসারে সবার বড়।
কিন্তুু আমার জীবনে সুখের দিন ফুরিয়ে কষ্টের দিন চলে আসল। এখন আপনাদের প্রশ্ন কষ্টের দিন কেন আসল? আরে আপনারা উপরে যে মেয়ে টার কথা শুনে আসতেছেন সব তার জন্য হচ্ছে।
আবার ফিরে অাসুন গল্পে,
দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে,
তাতে কি যায় আসে।
খুঁজে দেখো আশে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে,
ওকে আমি হয়তো এই কথাটা বলতে চাচ্ছিলাম কিন্তুু কেন বলব?আমি তো বুঝতাম না ভালোবাসা কী? কিন্তুু না আমি আসলে ওকে ভালোবেসে ফেলেছি, য়া আমি ওর সাথে আনেক কাছা কাছি সময় কাটিয়ে বুঝতে পারছি। আপনাদের মনে এখন প্রশ্ন আমি কী ভাবে আনেক টা সময় ওর সাথে কাটিয়েছি?
এই গল্পের বাকি আংশ আগামি কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে।
1 Comments
♥♥♥♥♥♥
ReplyDelete